হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন? আশাকরি ভালই।আর আপনার ভাল দিয়েই চলুন শুরু করা যাক আজকের পোস্ট। আজকের পোস্ট এ আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের ওয়েবসাইট কে অ্যান্ড্রয়েড অ্যাপে রুপান্তরিত করা যায়।তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পর্ব।
➡ প্রথমে এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট করে নিন।
➡আপনার মেইলে পাঠানো লিংক দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিন।
➡ Create new এ ক্লিক করুন।

➡ আপনার অ্যাপের নাম এবং অন্যান্য তথ্য গুলি দিন।

➡Theme সিলেক্ট করুন।

➡Web app সিলেক্ট করুন।

➡আপনার সাইটের ইউআরএল দিন।

➡ব্যস আপনার অ্যাপ রেডি।তো অ্যাপ নিজের মত কাস্টমাইজেশন করার জন্য অ্যাপ ম্যানেজার এ যান।

➡অ্যাপ এ এড সেটাপ ও করতে পারেন।


➡পাশে থাকা ডাউনলোড নাউ এ ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ই।দেখা হবে পরের পোস্টে। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভাল থাকুন।ধন্যবাদ।