সকলে ভাল আছেন এটা মনে করেই শুরু করছি আজকের পোস্ট।তো বন্ধুরা টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকে আমরা কি বিষয়ে কথা বলতে যাচ্ছি! আজ্ঞে হ্যা আজকে আমরা কাইনমাস্টার ডায়মন্ড নিয়ে কথা।সবার শেষে থাকছে ডাউনলোড লিংক।তাই লাফালাফি না করে চলুন শুরু করে দিই আজকের 😉।

তো বন্ধুরা যারা স্মার্টফোন ইউটিউবার তাদের অধিকাংশ ই কাইনমাস্টার ব্যবহার করে ভিডিও এডিট / ক্রিয়েট করে থাকেন।তবে যদি কাইনমাস্টার এর ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে আপনি এর আসল স্বাদ থেকে বঞ্চিত।

চিন্তা করার কোনো কারণ নেই।আমি তো আছি।আপনাদের এসকল ঝামেলা থেকে মুক্তি দিতে আমি নিয়ে এসেছি কাইনমাস্টার ডায়মন্ড।এটি হুবহু কাইনমাস্টার প্রো এর মত।

তো প্রথমে দেখে নিন কি কি স্পেসাল ফিচার রয়েছে কাইন মাস্টার প্রো (ডায়মন্ড) এ👇

👉 মাল্টিপল লেয়ারস (multiple layers)
👉ওয়াটারমার্ক মুক্ত (no water mark)
👉ক্রোমা কী (chroma key)
👉কাইনমাস্টার অ্যাসেট স্টোর সমস্ত প্রিমিয়াম ফিচার (kinemaster asset store all premium feature ununlocked)
👉অটোমেটিক থিম চেন্জ ( automatic change theme)
👉3d transition effect,overall effect
👉সকল প্রকার ভিডিও টাইপ সাপোর্টেড mp4,mkv (support all video types like mp4,mkv etc)
👉এছাড়া কাইনমাস্টার প্রোতে যে সকল ফিচার রয়েছে সব গুলোই পাবেন kinemaster diamond এ।

তো চলুন কিছু নয় ১৫ টি স্ক্রিনশর্ট দেখে আসি এই দুর্দান্ত ভিডিও এডিটরের 👇








Asset store👇






এটি একটি প্রিমিয়াম ফিচার যেটা ফ্রীতে ডাউনলোড করলাম।


তো বন্ধুরা নিচে থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার পছন্দের কাইনমাস্টার ডায়মন্ড অ্যাপটি।
Please click here
যদি লিংক কাজ না করে তাহলে কমেন্টে জানাবেন।
তো বন্ধুরা দেখা হবে পরের পোস্টে।পরের পোস্টে আপনি কি ধরণের অ্যাপ চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।তো আজকে এখানেই বিদায় নিলাম।সকলে ভাল থাকবেন ধন্যবাদ।